মার্কাজুল মাআরিফ-এর ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Eastern
4 Min Read
17 Views
4 Min Read

মার্কাজুল মাআরিফ-এর ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের চমৎকার উপস্থাপনা, বিচারকদের মূল্যবান পরামর্শ

EC News Desk
(২৯ জুন ২০২৫) দেশের একটি স্বনামধন্য ও স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল মাআরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (MMERC), মুম্বই — যা মাদ্রাসা-পাস শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রশিক্ষণ দিয়ে থাকে — সেখানে শিক্ষাবর্ষ ২০২৫-২৬-এর প্রথম ইংরেজি ভাষার বক্তৃতা প্রতিযোগিতা উৎসাহ ও গৌরবের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতায় আটজন নির্বাচিত ছাত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে ইংরেজিতে বক্তৃতা প্রদান করেন এবং তাদের অসাধারণ ভাষাশৈলী ও চিন্তাশক্তির ছাপ রেখে যান। অনুষ্ঠানে মুম্বই শহরের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও নাত শরীফের মাধ্যমে।
সঞ্চালক মাওলানা মোহাম্মদ সালমান আলম কাসিমি সংক্ষেপে মার্কাজুল মাআরিফের পরিচিতি তুলে ধরেন এবং প্রতিষ্ঠাতা হজরত মাওলানা বদরুদ্দীন আজমল কাসিমি (দা.বা.)-এর দেশের শিক্ষা ও সমাজকল্যাণে অবদানের কথা স্মরণ করান।

প্রতিযোগিতা আয়োজন করেন “এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ” বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুফতি জসীমুদ্দীন কাসিমি। তিনি অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানান।

প্রতিযোগিতার বিচারক হিসেবে অংশ নেন তিনজন বরেণ্য ব্যক্তিত্ব: মার্কাজুল মাআরিফ-এর পরিচালক, বহু ইংরেজি গ্রন্থ ও কবিতার রচয়িতা মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দীন কাসিমি; সাবু সিদ্দিক ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন অধ্যাপক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ আরিফ আনসারি; এবং ভারসোভার তিব্বিয়া কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ও অধ্যাপক জনাব ঈসা নদভি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ মাওলানা ইকবাল চুনাওয়ালা (সদস্য, শুরা, দারুল উলূম ওয়াক্ফ, দেওবন্দ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের K-ওয়েস্ট ওয়ার্ডের কর্পোরেটর জনাব হাজী মোহসিন হায়দার।

প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী ছাত্রদের মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
প্রফেসর ঈসা নদভি ইতিহাসের উদাহরণ টেনে বলেন, “মুসলিম উম্মাহ অতীতে কখনো জ্ঞান ও সম্পদের অভাবে ছিল না। কিন্তু আজ পশ্চিমা সাম্রাজ্যবাদ এমনভাবে আধিপত্য বিস্তার করেছে যে, এক সময় ব্রিটিশরা গর্ব করে বলত: ‘আমাদের সাম্রাজ্যে কখনও সূর্য অস্ত যায় না।’”

প্রফেসর মোহাম্মদ আরিফ আনসারি বলেন, “একটি সফল বক্তৃতার ক্ষেত্রে কনটেন্টের চেয়ে উপস্থাপনার ভঙ্গিমা ও আবেগ অনেক বেশি গুরুত্বপূর্ণ।” তিনি ছাত্রদের ভাষাশৈলী উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন মার্কাজুল মাআরিফ-এর পরিচালক মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দীন কাসিমি। অংশগ্রহণকারী আটজন ছাত্রের মধ্যে:
মাওলানা তৌসিক রহমান লস্কর কাসিমি প্রথম স্থান,
মাওলানা মোহাম্মদ আসআদ কাসিমি দ্বিতীয় স্থান এবং মাওলানা মু’আয কাসিমি তৃতীয় স্থান অর্জন করেন।
MMERC

বিশেষ অতিথি হাজী মোহসিন হায়দার বলেন, “একটি প্রোগ্রামের সাফল্য অংশগ্রহণকারীর সংখ্যা নয়, বরং শিক্ষার্থীদের গুণগত মান ও আত্মপ্রকাশের ওপর নির্ভর করে।” তিনি শিক্ষার্থীদের সময়োপযোগী বিষয় নির্বাচন এবং সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে হাফিজ মাওলানা ইকবাল চুনাওয়ালা বলেন, “আজকের ছাত্রদের উপস্থাপনাগুলি এতটাই প্রাঞ্জল ও অর্থবহ ছিল যে, এই মানের অনুষ্ঠান আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানেও বিরল।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দারুল উলূম বাসকান্দি (আসাম)-এর মুহাদ্দিস মুফতি আব্দুল হামিদ কাসিমি বলেন, “মানবজীবনের সফলতার চাবিকাঠি হলো খাঁটি পরিশ্রম ও আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক। এই দুই গুণ শিক্ষার্থীদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে।”

এই সফল আয়োজনের পেছনে মার্কাজুল মাআরিফ-এর শিক্ষক মাওলানা মোহাম্মদ আসলাম জাভেদ কাসিমি, মাওলানা জামীল আহমদ কাসিমি, মাওলানা তাওকীর রহমানী এবং অন্যান্য স্টাফদের গুরুত্বপূর্ণ অবদান ছিল।
অবশেষে মসজিদ মার্কাজুল মাআরিফ-এর ইমাম মাওলানা মোহাম্মদ শাহীদ কাসিমির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share This Article
Leave a Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Trending News

জুন 29, 2025

ধন্যবাদ, বিহার! মোহাম্মদ বুরহানউদ্দিন কাসমি সম্পাদক: ইস্টার্ন ক্রিসেন্ট, মুম্বাই আজ, ২৯শে জুন…

Eastern

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী লেখক: মোহাম্মদ…

Eastern

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান লেখক: মোহাম্মদ বুরহানউদ্দীন…

Eastern

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের EC…

Eastern

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি…

Eastern

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান

প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের জীবনাবসান EC News Desk দিল্লি ২৬-১২-২০২৪, ভারতের…

Eastern

Quick LInks

মার্কাজুল মাআরিফ-এর ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মার্কাজুল মাআরিফ-এর ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষার্থীদের চমৎকার উপস্থাপনা, বিচারকদের মূল্যবান পরামর্শ…

Eastern

জুন 29, 2025

ধন্যবাদ, বিহার! মোহাম্মদ বুরহানউদ্দিন কাসমি সম্পাদক: ইস্টার্ন ক্রিসেন্ট, মুম্বাই আজ, ২৯শে জুন…

Eastern

আহমেদাবাদে উড্ডয়নের পর ভয়াবহ বিমান দুর্ঘটনা

EC News Desk: ১২ই জুন ২০২৫, আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা…

Eastern