কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: প্রাণ হারালেন ২৬ জন
EC News Desk:
কাশ্মীর উপত্যকায় শান্তির ছায়া যেন আবারও ছিন্নভিন্ন। রোববার সন্ধ্যায় অনন্তনাগ জেলার পহেলগাম এলাকায় পর্যটকবাহী একটি বাসে নির্মম সন্ত্রাসী হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ পর্যটক। আহত হয়েছেন আরও বহুজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই একদল বন্দুকধারী বাসটিকে ঘিরে ধরে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি একটি জনপ্রিয় পর্যটনস্থান থেকে ফিরছিল, যাত্রীদের বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রমণপিপাসু মানুষ।
কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পুরো এলাকাজুড়ে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। প্রাথমিকভাবে এটিকে ‘সুশৃঙ্খল ও পূর্বপরিকল্পিত’ হামলা হিসেবে মনে করছেন তদন্তকারীরা।
এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, কাশ্মীরের স্থিতিশীলতা নষ্ট করতেই উগ্রপন্থীরা এমন হামলার পথ বেছে নিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। দেশজুড়ে ঘটনার প্রতিবাদে শোকের ছায়া নেমে এসেছে, এবং কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীরকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার চেষ্টা ছিল সরকারের অন্যতম অগ্রাধিকার। তবে এই হামলা আবারো প্রমাণ করলো যে উপত্যকায় স্থিতিশীলতা অর্জন এখনো বড় চ্যালেঞ্জ।
পর্যটননির্ভর কাশ্মীরের জন্য এই ঘটনা শুধুই একটি হামলা নয়, এটি অঞ্চলের অর্থনীতি ও শান্তিপূর্ণ ভাবমূর্তির ওপরও বড় এক আঘাত।
You are my breathing in, I have few blogs and infrequently run out from brand :). “To die for a religion is easier than to live it absolutely.” by Jorge Luis Borges.
Hello, i think that i saw you visited my site so i came to “go back the want”.I’m trying to to find issues to improve my site!I suppose its adequate to use a few of your ideas!!
Very interesting topic, regards for posting. “The height of cleverness is to be able to conceal it.” by Francois de La Rochefoucauld.