ইস্টার্ন ক্রিসেন্ট নিউজ ডেস্কঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে আজ রাতে গ্রেফতার করল E D (ইডি)। আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে কয়েকবার বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি হাজিরা দেননি। এর পর আজ সন্ধ্যা অনুমানিক ৭টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছয় E D (ইডি)। ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযান শেষে বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোন। এর পরেই রাত ৯টা নাগাদ কেজরীওয়ালকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশের এলাকায় ১১৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার (পিএমএলএ) আদালতে হাজির করানো হবে মুখ্যমন্ত্রীকে। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানিয়েছেন, কেজরীওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। তিনি জেলে বসে সরকার চালাবেন।
(আপনাদের মূল্যবান সদকা ও ফিতরা উপরুক্ত অ্যাকাউন্টে আদায় করতে পারেন)
দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পরেই তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আম আদমি পার্টির কর্মী-সমর্থকেরা। গোটা রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তাঁরা।
আবগারি দুর্নীতি মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছেন আম আদমি পার্টির মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং। ৯ বার তলব করা হয়েছিল খোদ আম আদমি পার্টির সুপ্রিমোকে। যদিও ক্রমাগত হাজিরা এড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দেয় E D (ইডি)। দিল্লি হাই কোর্ট আবগারি মামলায় কেজরিওয়ালকে রক্ষাকবচ দিতে অস্বীকার করার কয়েক ঘণ্টার মধ্যেই ইডির একটি দল পৌঁছে যায় তাঁর বাড়িতে
সূত্রের খবরের মতে, ১২ জনের E D (ইডি) আধিকারিকের একটি দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিল। তল্লাশি অভিযানের জন্য প্রয়োজনীয় নথি দেখিয়েই মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করে তারা। তাঁর বাসভবনের সামনে মোতায়েন করা হয় পুলিশ।
বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট কেজরিওয়ালের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে ডিভিশন জানায়, আমরা এই পর্যায়ে মামলাকারীকে কোনও সুরক্ষা দেওয়ার কথা দিচ্ছি না। এরপরই আর দেরি না করে কেজরিওয়ালের বাড়িতে অভিযানে নামে E D (ইডি)।