পারস্পরিক সহযোগিতার জন্য জমিয়ত উলামা ই হিন্দের পাঁচটি জোনে জমিয়ত উলামা ই হিন্দ জামায়াতে তাবলীগ ও ইসলামী মাদ্রাসার যৌথ সমাবেশের সিদ্ধান্ত
ইস্টার্ন ক্রিসেন্ট নিউজ ডেস্ক: নয়াদিল্লি – 5 আগস্ট: 2023 কাল জমিয়ত উলামা ই হিন্দের কেন্দ্রীয় দ্বিনী তালিমী বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক হযরত মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী সাহেব মুহতামিম ও শ্বায়খুল হাদিস দারুল উলূম দেওবন্দ এবং সভাপতি দ্বিনী তালিমী বোর্ড জমিয়ত উলামা ই হিন্দ মাদানী হল বাহাদুর শাহ জাফর মার্গ নিউ দিল্লীতে অনুষ্ঠিত হয়। প্রতিবেদন পেশ করেন বোর্ডের সাধারণ সম্পাদক ও নাইবে আমিরুল হিন্দ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ সালমান মনসুরপুরী সাহেব।
সভাপতির বক্তব্যে মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী সাহেব বলেন আমরা বর্তমানে এমন এক যাগায় দাঁড়িয়ে আছি যেখানে ঈমানের দুশমনরা আমাদের দরজায় দাঁড়িয়ে আছে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম তাদের প্রলোভনের শিকার হচ্ছে। এমন সময়ে সকল মুসলমানের দায়িত্ব হল যুবক-যুবতীদেরকে এসব ফিতনা থেকে রক্ষা করা তাদেরকে জ্ঞান ও প্রজ্ঞায় সুসজ্জিত করা এবং ঈমানের গুরুত্বকে তাদের অন্তরে স্থান দেয়া। তাদের ধর্ম ও উম্মাহর ভবিষ্যত রক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নিন আমাদের সামান্য অবহেলা আমাদের গভীর গর্তে ফেলে দেবে।এমন সময়ে আমরা বিশেষ করে জাতির জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গ বুদ্ধিজীবী ও ইসলামী মাদ্রাসার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাই তারা যেন সংগঠিত ধর্মীয় বিদ্যালয়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। মেয়েদের শিক্ষা। এবং প্রশিক্ষণকে একটি বিশেষ লক্ষ্যে পরিণত করা এবং দ্বিনী তালিমী বোর্ড, জমিয়ত উলামা ই হিন্দের সহযোগিতায় প্রতিটি মুসলিম জনগোষ্ঠী এগিয়ে আসে।
জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি হজরত মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী সাহেব উনার বক্তব্যে বলেন আমাদের আকাবির গণ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের জন্য অক্সিজেন হিসাবে ঘোষণা করেছিলেন তাই বর্তমান চ্যালেঞ্জগুলি বিবেচনা করে আমাদের পরিবারের প্রতিটি শিশু যেন মক্তবে যায়।আজকের এই সংকটময় সময়ে আলেমরা যদি জিম্মাদারি না নেন তাহলে এদেশে ইসলাম ও ঈমানের রক্ষক কে হবে? মাওলানা মাদানী বলেন দ্বিনী তালিমী বোর্ড জমিয়ত উলামা ই হিন্দ সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তেরো মাসের মধ্যে সারা দেশে দশ হাজার সংগঠিত মক্তব প্রতিষ্ঠা করা হবে। এ ব্যাপারে দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানঃ ইসলামী মাদ্রাসা জামায়াতে তাবলীগ ও জমিয়ত উলামা ই হিন্দের রাজ্যিক ও জেলা কর্মকর্তাদের কাছে সহযোগিতার আহ্বান করা হয়েছে মাওলানা মাদানী বলেন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আমরা আজ যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তা কেবল ঐক্য ও আন্তরিক নিষ্ঠার মাধ্যমেই অতিক্রম করা সম্ভব। তাই আমাদের বিদ্যালয়গুলোকে ইসলামী শিক্ষার গতিশীল কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য অটল দৃঢ় সংকল্প নিয়ে দিনরাত কাজ করতে হবে।
দ্বিনী তালিমী বোর্ডের আজকের কেন্দ্রীয় সভায় সংগঠিত স্কুল প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে, প্রতিষ্ঠিত পাঁচটি জোনে মাদ্রাসা জমিয়ত উলামা ই হিন্দ এবং দাওয়া ও তাবলিগের দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমিয়ত উলামা ই হিন্দের পক্ষ থেকে মোনাজ্জাম মক্তব প্রতিষ্ঠায় ইসলামিক মাদ্রাসার পূর্ণ সমর্থন পেতে হবে মেয়েদের মাদ্রাসার আধিকারিকদেরও এই সমাবেশে ডাকা হবে যাতে মেয়েদের সম্ভাবনাগুলিও মূল্যায়ন করা যায়। বছরের শেষে নতুন ফারিগ ছাত্রদের প্রতিটি রাজ্যে একটি সমাবেশ অনুষ্ঠিত করা হবে যাতে তাদের হৃদয়ে মক্তব সেবার গুরুত্ব প্রতিষ্ঠিত হয়।
প্রতিটি রাজ্যে জমিয়ত উলামা ই হিন্দের কর্মকর্তাদের সহায়তায় মসজিদগুলো জরিপ করে একটি সংকলিত তথ্য প্রস্তুত করা হবে।
মজলিস-ই-আমিলা পাঠ্যক্রম শিক্ষার জন্য একটি গবেষণা ও উন্নয়ন বিভাগ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে যার নেতৃত্বে থাকবেন মাওলানা শামসুদ্দিন বিজলী সাধারণ সম্পাদক জমিয়ত উলামা কর্ণাটক। এই বিভাগের অধীনে (1) প্রাপ্তবয়স্ক শিক্ষা পাঠ্যক্রম (উর্দু এবং ইংরেজি) এবং শিশুদের জন্য উর্দু বানান তাহরির শিখুন শিরোনামে সংকলন করা হয়েছে যা অনুমোদিত হয়েছে পাশাপাশি বাংলা ও তামিল অনুবাদ প্রকাশিত হয়েছে।
দ্বিনী তালিমী বোর্ডের ওয়ার্কিং কমিটির শূন্যপদ পূরণের উদ্দেশ্যে মাওলানা ক্বারী শওকত আলী সাহেব মুহতামিম মাদ্রাসা ইজাজুল উলূম মাওলানা হাকীমুদ্দিন ক্বাসিমী সাহেব সাধারণ সম্পাদক জমিয়ত উলামা ই হিন্দ এবং হাফিজ সৈয়দ আসিম আবদুল্লাহ সাধারণ সম্পাদক দ্বিনী তালিমী বোর্ড কর্ণাটক। অন্তর্ভুক্ত করা হয়েছে। হযরত মাওলানা মুফতি মাহমুদ বাদোলীকে জমিয়ত উলামা ই হিন্দের ২ নং জোনের দ্বিনী তালিমী বোর্ডের আহ্বায়ক নিযুক্ত করা হয়। দ্বিনী তালিমী বোর্ড ব্যবস্থাকে আরো সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে মুফতি সৈয়দ মোহাম্মদ আফফান মনসুরপুরীকে সহকারী সম্পাদক মাওলানা খালিদ গ্যাভী এবং মাওলানা শোয়েব সাহেব কাসমীকে দ্বিনী তালিমী বোর্ডের মডারেটর মনোনীত করা হয়।দ্বিনী তালিমী বোর্ডের বার্ষিক বাজেট এক কোটি থেকে বাড়িয়ে দুই কোটি টাকা করা হয়েছে।সাম্প্রতিক বৈঠকে রাজ্যের আধিকারিকদের কাছ থেকে সংগঠিত মক্তব প্রতিষ্ঠার অভিপ্রায় নেওয়া হয়েছে সমস্ত রাজ্য যথাসম্ভব সংগঠিত মক্তব প্রতিস্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।
দ্বিনী তালিমী বোর্ডের সভাপতি মাওলানা মুফতি আবুল কাসিম নোমানীর দোয়ার মাধ্যমে শেষ হয়েছে সভার শুরুতে দ্বিনী তালিমী বোর্ডের সম্পাদক মাওলানা মুহাম্মদ খালিদ গিয়াভী একটি বিস্তৃত প্রতিবেদন পেশ করেন।
সভায় উপস্থিত ছিলেন দ্বিনী তালিমী বোর্ডের সভাপতি মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী মহতমিম দারুল উলুম দেওবন্দ সাধারণ সম্পাদক ও নাইবে আমিরুল হিন্দ মাওলানা মুফতি সৈয়দ সালমান মনসুরপুরী, মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী সভাপতি জমিয়ত উলামা ই হিন্দ, মাওলানা রহমতুল্লাহ মীর কাশ্মিরী সভাপতি জমিয়ত উলামা কাশ্মীর, মুফতি মাহমুদ বাদোলী গুজরাট, মাওলানা ক্বারী শওকত আলী ওয়াইত, মাওলানা মুফতি আব্দুল্লাহ মারুফী দারুল উলুম দেওবন্দ, মাওলানা শওকত আলী বস্তভী সাধারণ সম্পাদক কুল হিন্দ রাবত ই মাদ্রারিসে ইসলামিয়া আরাবিয়া দারুল উলূম দেওবন্দ, মাওলানা হাকিমুদ্দিন ক্বাসিমী সাধারণ সম্পাদক জমিয়ত উলামা ই হিন্দ, মাওলানা নিয়াজ আহমেদ ফারুকী সম্পাদক জমিয়ত উলামা-ই-হিন্দ, অধ্যাপক মুহাম্মদ নওমান শাহজাপুরী সম্পাদক জমিয়ত উলামা ইউপি, মাওলানা আব্দুল কাদির ক্বাসিমী সাধারণ সম্পাদক দ্বিনী তালিমী বোর্ড আসাম, মাওলানা মুফতি মুহাম্মদ আফফান মনসুরপুরী আমরোহা, মাওলানা মেহবুব হাসান সম্পাদক জমিয়ত উলামা আসাম, মুফতি জামিলুর রহমান প্রতাপগড়, মুফতি আব্দুল মুমিন ত্রিপুরা, মাওলানা মুফতি রওশন আকোলা, মাওলানা ইব্রাহিম শুলাপুরী, মাওলানা রিজওয়ান ক্বাসিমী পাটনা, মুফতি শামসুদ্দিন বিজলী কর্ণাটক, হাফিজ সৈয়দ আসিম আব্দুল্লাহ কর্ণাটক, মাওলানা আবুল হাসান ইয়াকুব তামিলনাড়ু, মাওলানা আবুল হাসান খালিদ সাহারানপুর, মাওলানা ইমদাদুল ইসলাম কলকাতা, মাওলানা দাউদ আমিনী দিল্লী, ক্বারী আব্দুল সামি দিল্লী, মাওলানা নিমাতুল্লাহ কাসমী ঝাড়খন্ড ও মাওলানা খালিদ গয়াভী প্রমুখ।