আকাবিররা নেই; নতুন প্রজন্মের ঈমান রক্ষায় আমাদের দাঁড়াতে হবে : মুহতামিম দারুল উলূম দেওবন্দ

Eastern
2 Min Read

আকাবিররা নেই; নতুন প্রজন্মের ঈমান রক্ষায় আমাদের দাঁড়াতে হবে : মুহতামিম দারুল উলূম দেওবন্দ

ইস্টার্ন ক্রিসেন্ট নিউজ ডেস্ক: বিশ্বখ্যাত ইসলামিক দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম হজরত মাওলানা মুফতি আবুল কাসিম নোওমানী সাহেব দাঃ বাঃ বলেন আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আকাবিররা আজ বেঁচে নেই, মহান আল্লাহ তাদের রূপে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের জীবন উৎসর্গ করে হলেও নতুন প্রজন্মের ঈমান রক্ষায় দাঁড়াতে হবে।’

তিনি বলেন আমাদের প্রজন্মকে ঈমান ও ইসলাম থেকে বঞ্চিত করে ধর্মত্যাগের পথে নিয়ে যাওয়ার পরিকল্পিত প্রচেষ্টা চলছে। তাছাড়া কিছু প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার মুসলিম উম্মাহর সন্তানদের শিক্ষার নামে ধর্ম থেকে মুরতাদ করার চেষ্টা করছে। শুধু অপচেষ্টাই নয়, জবরদস্তি করেও ঈমান ছিনিয়ে নিচ্ছে,যা অত্যন্ত অন্যায় ও নিন্দনীয় কাজ।

SELC Advertisement
SELC Online Advertisement

দিল্লীতে অনুষ্ঠিত ৪ জুলাই ২০২৪ ইংরেজি তারিখে জমিয়ত উলামা ই হিন্দের কেন্দ্রীয় মজলিস ই মুনতাজিমার গুরুত্বপূর্ণ সভায় তিনি এ কথা বলেন। এতে সারা দেশ থেকে জমিয়ত উলামা ই হিন্দের প্রায় দুই হাজার সদস্য এবং বিশিষ্ট জনেরা অংশ নেন।

মুফতি আবুল কাসিম নোওমানী বলেন আজকের পরিস্থিতিতে শুধু আমাদের আকাবিরদের আত্মত্যাগের কথা উল্লেখ করে সন্তুষ্ট হওয়া যায় না। ভেবে দেখুন আমাদের আকাবিররা আজ বেঁচে থাকলে কী আবেগ নিয়ে মাঠে দাঁড়াতেন!

তিনি বলেন জমিয়ত উলামা ই হিন্দের কেন্দ্রীয় পরিষদের এই গুরুত্বপূর্ণ সভা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সারাদেশ একটি সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

এসময় দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোওমানী সাহেব নতুন প্রজন্মের ঈমান রক্ষায় তারুণ্যের মেধা-শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন তারুণ্যের শক্তি এবং তাদের মেধাকে কাজে লাগিয়ে আজকে আমাদের প্রজন্মের ঈমানের হেফাজত করতে হবে।

Advertisement
Advertisement
Share This Article
Leave a Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।