ইস্টার্ন ক্রিসেন্ট নিউজ ডেস্ক:
আজ, ৮ জুন, ২৪: (জামিল আহমেদ কাসমী) উত্তরপ্রদেশ রাজ্যের প্রতাপগড় জেলার একজন সুপরিচিত ধর্মীয় আলেম, জমিয়ত উলামা প্রতাপগড়ের সাধারণ সম্পাদক এবং সুনপুর মাদ্রাসার সংস্থাপক হজরত মাওলানা ফারুক ক্বাসিমী সাহেব (রাঃ) (৬০) কে কেউ নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে শহীদ করেছে।
মাওলানা ফারুক ক্বাসিমী এর মৃত্যুর পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
অন্যদিকে ওই এলাকার বুদ্ধিজীবীরা প্রশাসনকে ঘটনায় জড়িত থাকা বেক্তির যাচাই করে শাস্তির দাবি জানান।
তা ছাড়া জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি ও সাধারণ সম্পাদক অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং পুলিশ প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এবং সামাজিক মাধ্যমে ও মাওলানার হত্যা কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
জমিয়ত উলামা ই হিন্দের সাধারণ সম্পাদক বলেন, শুধু জাতিই নয়, দেশও একজন যোগ্য ব্যক্তিকে হারালো। এই উপলক্ষে জমিয়ত উলামা ই হিন্দের সভাপতি, জমিয়ত উলামা ই হিন্দের কর্মী ও মাদ্রাসার শিক্ষকদের কাছে মাওলানার মাগফিরাতের জন্য দেওয়ার দরখাস্ত করেছেন মহান আল্লাহ যেন শোকাহতদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং মরহুমকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।