ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদে গর্জে উঠলো উত্তর পূর্ব ভারতের সংগঠনগুলো, পার্সোনাল লো বোর্ডের পাশে থাকার অঙ্গীকার
EC News Desk:
করিমগঞ্জ, 6 এপ্রিল 2025: লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ বিল পাশ। রাষ্ট্রপতির স্বাক্ষর ও সমাপ্ত। এরই মধ্যে প্রতিবাদে উত্তাল গোটা দেশ। বিলের বিপক্ষে প্রতিবাদ সাব্যস্ত করতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছেন দেশের মুসলমানরা। আরও জোরালোভাবে প্রতিবাদ হওয়ার খবর রয়েছে বহু দেশের গ্রামীণ আঞ্চলিকতেও। দেশের বিভিন্ন সংগঠনের ভ্যানারে গণতান্ত্রিক ভাবে জাতীয় সড়ক কাঁপাচ্ছে প্রতিবাদকারীরা। তবে সব সংগঠন সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের পাশে থেকে এবং তার নির্দেশে এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।
এর ই মধ্যে গর্জে উঠলেন উওর পূর্ব ভারতের শক্তিশালী ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো। যেমন জমিয়তে উলামায়ে উলামায়ে হিন্দ, নদওয়াতুত তামির ও আহলে সুন্নাত ওয়াল জামাত।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, ওয়াকফ সংশোধনী বিল মোটেই মানা যায় না। কারণ এটা অত্যন্ত অগণতান্ত্রিক ভাবে সংবিধানের উপর হস্তক্ষেপ করা হয়েছে। এই বিল মুসলমানদের পরিপন্থী। তাই এর বিপক্ষে আমরা
প্রতিবাদ অব্যাহত রাখবো।
এপ্রসঙ্গে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ব্যাখ্যা ও সিদ্ধান্ত গ্রহণ করেছেন আইনি হোক বা গণতান্ত্রিক ভাবে আন্দোলন তাদের পাশে থাকব আমরা।
তা ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো ও বিভিন্ন ভাবে এই বিলের প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলেছে।