ইস্টার্ন ক্রিসেন্ট নিউজ ডেস্ক: এবার সৌদি আরবে রোজার তারিখ ঘোষণা করা হলো। সৌদি আরবে সোমবার ১১ মার্চ ২০২৪ থেকে শুরু হবে পবিত্র মহে রমজান। সেই হিসেবে রবিবার ১০ মার্চ ২০২৪ রাতেই তারাবি নামাজ পড়া হবে। এরপর সোমবার ভোরে সেহরি খেয়ে প্রথম সাওম শুরু করবেন দেশটির মুসলিমরা।
সৌদি আরবে রবিবার ১০ মার্চ ২০২৪ সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চাঁদ দেখার পর সৌদি চাঁদ কমিটি (হিলাল কমিটি) এক ঘোষণায় জানায়, সোমবার ১১ মার্চ ২০২৪ পবিত্র রমজান মাস শুরু হবে। যার মধ্যদিয়ে শাবান মাস শেষ হলো। শুরু হলো মাহে রমজান।
এ ছাড়া কয়েক ঘণ্টা আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করে। এই চারটি দেশই জানিয়েছে, মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
রবিবার অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ও ফতওয়া অ্যান্ড শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সমন্বয়ে দেশটির গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেন যে, সোমবার হবে শাবান মাসের শেষ দিন। সেই হিসেবে মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।
ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠা সাপেক্ষে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র রমজান শুরুর ঘোষণা দেয়। অস্ট্রেলিয়া যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য অনেক দেশের তুলনায় এর সময় এগিয়ে থাকে, তাই প্রায়ই পশ্চিম গোলার্ধের দেশগুলোর তুলনায় এখানে ইসলামিক চন্দ্র মাস আগে শুরু হয়।
যুক্তরাষ্ট্রের রোজা শুরুর দিনও জানা গেছে। ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা’র (এসিএনএ) এর মতে, যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে সোমবার থেকেই রোজা শুরু হবে। উত্তর আমেরিকার দেশগুলোতে রবিবার ১০ মার্চ ২০২৪ রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে। (সূত্র: আরব নিউজ)