কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল বাতিলের দাবিতে মৌলালির (কলকাতা) রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভ

Eastern
1 Min Read

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল বাতিলের দাবিতে মৌলালির (কলকাতা) রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভ

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল বাতিলের দাবিতে আগামী ১০ই এপ্রিল, ২০২৫ ইং, রোজ বৃহস্পতিবার বেলা ১০ ঘটিকা থেকে দুপুর ৩ ঘটিকা পর্যন্ত মৌলালির (কলকাতা) রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভ

ব্যবস্থাপনায়- পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা
সভাপতি- জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী

ব্রাদারানে ইসলাম,
মুমিন-মুসলমানের সঙ্গে মসজিদের সম্পর্ক—কবরস্থানের সম্পর্ক—ঈদগাহের সম্পর্ক—মাদ্রাসার সম্পর্ক—পীরোত্তর সম্পত্তির সম্পর্ক—খানকাহর সম্পর্ক বিবিধ মৌলিক বিষয় বাদ দিয়ে মুসলমানদের জীবনযাপন ও ধর্মীয় পরিচয় অসম্ভব। তাই এই বিলের বিরুদ্ধে ভারতবর্ষজুড়ে শান্তিপূর্ণ জোরালো গণঅবস্থান চলছে। জমিয়তে উলামায়ে  পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি স্থির করেছে যে, এই বিল প্রত্যাহারের জোরালো দাবিতে রাজ্যস্তরেও অবস্থান বিক্ষোভ হবে যার সূচনা কলকাতায় হবে ইনশাআল্লাহ। উক্ত পরিসরে আপনাদের শান্তিপূর্ণ উপস্থিতি একান্ত ভাবে কামনা করি। দয়াময় রব্বুল আলামীন আমাদেরকে বিপদমুক্ত করুন এবং আমাদের প্রচেষ্টাকে কবুল করুন।

Share This Article
Leave a Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।