ইংরেজি মাধ্যমে মারকাজ অনলাইন মাদ্রাসার উদ্বোধন এবং দু’দিন ব্যাপী জাতীয় সেমিনারের আয়োজন

Eastern
3 Min Read
102 Views
3 Min Read

ইংরেজি মাধ্যমে মারকাজ অনলাইন মাদ্রাসার উদ্বোধন এবং দু’দিন ব্যাপী জাতীয় সেমিনারের আয়োজন

প্রেস রিলিজ, দেওবন্দ: মুম্বাইয়ের মার্কজুল মাআরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার দেওবন্দের মাহমুদ হলে প্রবীণদের হাতে “মারকাজ অনলাইন মাদ্রাসা” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এই উপলক্ষে দু’দিন ব্যাপী জাতীয় সেমিনারেরও আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক আলেম ও বুদ্ধিজীবী অংশগ্রহণ করেন। প্রবন্ধকাররা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সেমিনারের অংশগ্রহণকারীদের সামনে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারে ইংরেজি মাধ্যমে অনলাইন মাদ্রাসার পাঠ্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পাঠ্যক্রম চূড়ান্ত রূপ দেওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।

উল্লেখ্য, মার্কজুল মাআরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ভিত্তি ১৯৯৪ সালে প্রখ্যাত আলেম হজরত মাওলানা বদরুদ্দিন আজমল কাসেমি স্থাপন করেছিলেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল মাদ্রাসা থেকে পাসকৃত শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সাহিত্য এবং কম্পিউটারের শিক্ষা প্রদান করা, যাতে তারা ইংরেজিতে দাওয়াত ও দ্বীন রক্ষায় সক্ষম হতে পারে। প্রতিষ্ঠানটির দুই বছরের কোর্স তার উদ্দেশ্যে অসাধারণ সফলতা অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরাই ত্রিশ বছর পর “মারকাজ অনলাইন মাদ্রাসা” নামে একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প নিয়ে এসেছে।

মার্কজুল মাআরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ডাইরেক্টর মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দিন কাসেমি জানান যে, এই পাঁচ বছরের কোর্সটি মাদ্রাসার রীতিতে শরীয়তের নির্ভরযোগ্য শিক্ষার অন্তর্ভুক্ত, এর পাঠ্যক্রম ও শিক্ষাদানের ভাষা ইংরেজি। এই কোর্সে ইংরেজি ভাষায় দক্ষ ১৫ বছরের ঊর্ধ্বে এমন ব্যক্তিরা, যারা কোনো কারণে বা তাদের ব্যস্ততার জন্য মাদ্রাসায় যেতে পারেন না, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অংশ নিতে পারবেন এবং বাসায় বসেই আলেম হওয়ার কোর্স সম্পন্ন করতে পারবেন। এই কোর্সের একমাত্র উদ্দেশ্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সকল শ্রেণির মানুষের কাছে নির্ভরযোগ্য ইসলামী শিক্ষা পৌঁছে দেওয়া।

মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দিন কাসেমি

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হজরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী, ও মার্কজুল মাআরিফের প্রতিষ্ঠাতা ও দারুল উলূম দেওবন্দের শূরার সদস্য হজরত মাওলানা বদরুদ্দিন আজমল কাসেমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উভয়ে মারকাজ অনলাইন মাদ্রাসার ওয়েবসাইটে ক্লিক করে আনুষ্ঠানিকভাবে এই ইংরেজি মাধ্যম মাদ্রাসার উদ্বোধন করেন। www.markazonlinemadrasa.com

অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন দারুল উলূম দেওবন্দের শূরার সদস্য হজরত মাওলানা রহমতুল্লাহ কাশ্মিরি, হাদিসের অধ্যাপক ও সহ-মুহতামিম দারুল উলূম দেওবন্দ হজরত মাওলানা আব্দুল খালেক মাদরাসি, ও হজরত মাওলানা মুফতি রাশিদ আজমী, জামিয়াতুস শায়খ হুসেন আহমদ আল-মাদানি দেওবন্দে এর প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদিস হজরত মাওলানা মুজাম্মিল আলী আসামী, দারুল উলূম দেওবন্দের হাদিসের অধ্যাপক ও সর্বভারতীয় মাদ্রাসা সমন্বয় কমিটির পরিচালক হজরত মাওলানা শওকত আলী বস্তবি, দারুল উলূম দেওবন্দের হাদিসের অধ্যাপক ও জমিয়ত উলামায়ে হিন্দের সহ-সভাপতি হজরত মাওলানা সালমান নকশবন্দি, এবং দারুল উলূম দেওবন্দের শূরার সদস্য হজরত মাওলানা হাসান মাহমুদ রাজস্থানি। তারা তাদের বক্তব্যে মারকাজের এই আধুনিক শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং এর সাফল্যের জন্য দোয়া করেন।

Share This Article
Leave a Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Trending News

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী লেখক: মোহাম্মদ…

Eastern

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান

ডিজিটাল ইউয়ানের নীরব উত্থান ও মার্কিন ডলারের আধিপত্যের অবসান লেখক: মোহাম্মদ বুরহানউদ্দীন…

Eastern

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও আইনি পদক্ষেপের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের EC…

Eastern

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি

ওয়াকফ সংশোধনী বিল ২০২৫: এক সাংবিধানিক বিপর্যয়, তবে মুসলিম নেতৃত্ব নিরাশ করেনি…

Eastern

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান

প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের জীবনাবসান EC News Desk দিল্লি ২৬-১২-২০২৪, ভারতের…

Eastern

ভারসোভা বিধায়ক হারুন রশিদ খান এবং নতুন AIMPLB সদস্য ইকবাল চুনাওয়ালাকে MMERC তে সংবর্ধনা

ভারসোভা বিধায়ক হারুন রশিদ খান এবং নতুন AIMPLB সদস্য ইকবাল চুনাওয়ালাকে MMERC…

Eastern

Quick LInks

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: প্রাণ হারালেন ২৬ জন

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: প্রাণ হারালেন ২৬ জন EC News Desk: কাশ্মীর…

Eastern

ওয়াকফ আইন ২০২৫ ওয়াকফ সম্পত্তির উপকারের পরিবর্তে ওয়াকফের জন্য হুমকি

ওয়াকফ আইন ২০২৫ ওয়াকফ সম্পত্তির উপকারের পরিবর্তে ওয়াকফের জন্য হুমকি। জমিয়ত উলামা-ই-হিন্দ…

Eastern

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী

ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এ কিছু সংশোধনী নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী লেখক: মোহাম্মদ…

Eastern