মহারাষ্ট্রে বিফ বহনের অভিযোগে বুযুর্গ ব্যক্তির ওপর হামলা ট্রেনের মধ্যেই

Eastern
1 Min Read

ইস্টার্ন ক্রিসেন্ট নিউজ ডেস্ক: এবার বিফ বহনের অবিযুগে এক বয়স্ক ব্যক্তিকে বেধড়ক মারা হল মহারাষ্ট্রের জলগাঁওতে। হাজী আশরাফ নমের এক বয়স্ক ব্যক্তি তার মেয়ের সঙ্গে দেখা করতে কল্যাণ যাওয়ার পথে বেশ কয়েকজন ব্যক্তি নির্মমভাবে তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে এবং সোসিয়াল মিডিয়ায় ঘটনাটি দেখা যায়। ইগতপুরির কাছে এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হামলার পর গুজব ছড়িয়ে পড়ে যে আশরাফ আত্মহত্যা করেছেন কিন্তু তার পরিবারের সদস্যরা জানান যে তিনি আহত অবস্থায় বর্তমানে কল্যাণে তার মেয়ের বাড়িতে রয়েছেন। এ ঘটনায় তার ছেলে আশফাক ইগতপুরির রেলওয়ে থানায় একটি অভিযোগ করেন।

আল্ট নিউজের প্রতিষ্ঠাতা ও জার্নালিস্ট মোহাম্মদ জুবাইর ও অনেক সোসিয়াল এক্টিভিস্ট স্পেশ্যাল মিডিয়ায় ঘটনাটি তুলে ধরেছেন।

ফ্যাট চাকার মোঃ জুবের জানিয়েছেন, জলগাঁও জেলার একটি গ্রামের বাসিন্দা হাজী আশরাফ তার মেয়ের সঙ্গে দেখা করতে কল্যাণে যাচ্ছিলেন ট্রেনে করে, ইগতপুরীর কাছে কিছু দুষ্কৃতি তার উপর চড়াও হয় তাকে মারধর করে তারা। কেন ব্যাগে করে গরুর মাংস নিয়ে যাচ্ছে?

Advertisement
Advertisement

যদিও আশরাফ এর ব্যাগে গরুর মাংস ছিল না। তবে মহিষের মাংস ছিল বলে অনেকে দাবি করেন। এই ঘটনার মহারাষ্ট্রে প্রবল উত্তেজনা ও প্রতিবাদ চলছে। ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।