(25 এপ্রিল, 2024 / প্রেস বিজ্ঞপ্তি)
ইংরেজি ভাষা, সাহিত্য এবং নির্বাচিত সমসাময়িক বিষয়গুলির সাথে সজ্জিত করার জন্য ভারতের একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান MMERC, মুম্বাই গত তিন দশক ধরে মাদ্রাসা পড়োয়া ছাত্রদের জন্য উল্লেখযোগ্য সেবা প্রদান করে আসছে এবং এখানকার প্রশিক্ষিত ছাত্ররা শুধু ভারতবর্ষে নয় বরং পৃথীবির প্রায়ই ২০টির ও বেশি দেশে ক্বৌম ও মিল্লাতের কাজ করে আসছে। তা ছাড়া আমাদের এই প্রিয় ভারতের বিভিন্ন মাদ্রাসা, স্কুল, সামাজিক সংগঠন ও বিশ্ববিদ্যালয় শিক্ষা ও সামাজিক সংস্থার মাধ্যমে সেবা করে আসছে। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত প্রায় বিশটি গ্রুপ সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার, 24 এপ্রিল, 2024, মাগরিবের নামাজের পর একটি পরিচিতিমূলক অনুষ্ঠানের মাধ্যমে নতুন শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের পাশাপাশি, মার্কজুল মাআরিফের অনুরাগী এবং মুম্বাইয়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কাজুল মাআরিফের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মাদ আসলাম জাভেদ কাসমী, এবং অনুষ্ঠানটি মাওলানা মুহাম্মদের ক্বিরাত ও মাওলানা আরশাদ আনছারীর নাথে পাকের মাধ্যমে আরম্ভ হয়।
আরম্ভনিতে অনুষ্ঠানের পরিচালক মার্কাজল মাআরিফের সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার পর তিনি অনুষ্ঠানে উপস্থিত মার্কাজল মাআরিফের সদস্য ও অতিথিদের একটি সংক্ষিপ্ত পরিচয় দেন এবং এর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা বদরুদ্দীন আজমল কাসমী ছাহাবকে ধন্যবাদ জানান। এরপর নতুন শিক্ষার্থীরা তাদের নিজস্ব সংক্ষিপ্ত পরিচয় পেশ করেন।
এরপর মার্কাজল মাআরিফের শিক্ষক মুফতি জসীমউদ্দীন কাসমী বর্তমান যুগে দ্বীন প্রচারের জন্য ইংরেজি ভাষার গুরুত্ব এবং সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের নছিহত প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল উলূম ওয়াকফ দেওবন্দের উপদেষ্টা বর্ড এর সম্মানিত সদস্য জনাব হাফিজ ইকবাল চোনাওয়ালা ছাত্রদেরকে মার্কাজল মাআরিফে আগমনের জন্য অভিনন্দন জানান এবং মূল্যবান পরামর্শ দেন।
তার পর মার্কাজল মাআরিফের ইনচার্জ মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান কাসমী তার বক্তৃতার সাথে প্রতিষ্ঠানের 24 ঘন্টার সময়সূচী ব্যাখ্যা করেন এবং ছাত্রদেরকে এটি মেনে চলতে হবে তাও বলেন।
উল্লেখ্য যে মার্কাজল মাআরিফের পরিচালক মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দিন কাসমী বর্তমানে একটি নির্বাচনী সফরে আসামে রয়েছেন, যার কারণে তিনি কর্মসূচিতে অংশ নেননি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মাওলানা জামিল আহমদ কাসমী, মাওলানা মোহাম্মদ তৌকির রহমানী, জাফর খান, আবদুল্লাহ শেখ, মাওলানা মোনাওয়ার মাজাহিরি, আহমদ হুসাইন, শামীম উদ্দিন প্রমুখ। অবশেষে মসজিদ মার্কাজল মাআরিফের ইমাম মাওলানা মুহাম্মদ শাহীদ কাসমী সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।