আল নূর ন্যাশনাল স্কুলে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত
ইস্টার্ন ক্রিসেন্ট নিউজ ডেস্ক:
শনিবার লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালী ভিউ-এর উদ্যোগে করিমগঞ্জের সাদারাশি বাজারে অবস্থিত আল নূর ন্যাশনাল স্কুলে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এ শিবিরে মোট ২০৩ জন ছাত্রছাত্রী ও শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসক ডঃ জামাল আহমেদ চৌধুরী। শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়, যা স্থানীয় জনগণের মধ্যে অত্যন্ত প্রশংসিত হয়েছে।
লায়ন্স ক্লাবের এ উদ্যোগ শুধু একটি স্বাস্থ্যসেবামূলক কাজ নয় বরং সমাজের প্রতি দায়িত্ব পালনেরও এক অনন্য উদাহরণ। বিদ্যালয়ে পৌঁছে ক্লাবটি তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে স্থানীয়দের মনে আস্থা স্থাপন করতে সক্ষম হয়েছে।
শিবিরের সূচনায় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৈশোর আহমেদ চৌধুরী লায়ন্স ক্লাবের কর্মকর্তাদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন এবং ক্লাবের এ মহৎ উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানান। এ সংবর্ধনা অনুষ্ঠানে ডঃ জামাল আহমেদ চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যা স্থানীয়দের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জি-এর জোন চেয়ারপারসন সঞ্জীব রায় জানান, ভবিষ্যতে তারা এ অঞ্চলে হৃদরোগ সম্পর্কিত স্বাস্থ্যসেবা প্রদানে আগ্রহী। ক্লাবের অ্যাডমিনিস্ট্রেটর সায়েদ আহমেদ শিবিরে ডাক্তার জামাল আহমেদ চৌধুরীকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য প্রিয়ম চৌধুরী, রুকসানা খান, ইনজামুল হুসেইন, সাজন লস্কর, আকমল আহমেদ, অভিস্মিতা পাল এবং আহাদ হুসেইন।
ডঃ আব্দুল আজিজ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রচেষ্টায় আল নূর ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মিস্টার কাউছার আহমেদ চৌধুরীর নেতৃত্বে বিদ্যালয়টি শুধু সাদারাশি বাজারেই নয় বরং সমগ্র করিমগঞ্জে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।