ভারসোভা বিধায়ক হারুন রশিদ খান এবং নতুন AIMPLB সদস্য ইকবাল চুনাওয়ালাকে MMERC তে সংবর্ধনা
EC News Desk
মুম্বাই: ১২ ডিসেম্বর, ২০২৪
মুম্বাইয়ের মারকাজুল মাআরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (MMERC) ভারসোভা আসনের নবনির্বাচিত বিধায়ক হারুন রশিদ খান এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ড (AIMPLB)-এর নবনিযুক্ত সদস্য হাফিজ ইকবাল এ. সাত্তার চুনাওয়ালার সম্মানে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, এরপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রশংসায় নাত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন MMERC-এর তরুণ প্রভাষক মাওলানা সালমান আলম কাসমি। অনুষ্ঠানে MMERC-এর সিনিয়র প্রভাষক মুফতি জসীমুদ্দিন কাসমি প্রতিষ্ঠানের লক্ষ্য, সম্প্রদায় এবং জাতির জন্য এর অবদান, এবং প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্রদের সাফল্য সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি উল্লেখ করেন যে, MMERC ১৯৯৪ সালে ভারতবর্ষের বিশিষ্ট আলেম এবং মুহসিনে মিল্লত মাওলানা বদরুদ্দিন আজমল আল-কাসমি কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
MMERC-এর শাখা প্রধান মাওলানা আতীকুর রহমান কাসমি অতিথিদের স্বাগত জানান এবং সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন। ঐতিহ্য ও সম্মানের নিদর্শন হিসেবে অতিথিদেরকে আসামি গামছা এবং স্বর্ণমণ্ডিত স্মারক প্রদান করা হয়। তাঁর বক্তব্যে মাওলানা আতীকুর রহমান অতিথিদের সফলতার জন্য অভিনন্দন জানান এবং MMERC-এর পক্ষ থেকে তাদের প্রতি শুভেচ্ছা জানান।
AIMPLB-এর নতুন সদস্য হাফিজ ইকবাল চুনাওয়ালা সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, তাঁর উপর অর্পিত দায়িত্ব তিনি সততা এবং নিষ্ঠার সাথে পালন করবেন। তিনি আরও বলেন, সমাজ ও রাজনীতির কাজে তিনি আগের চেয়ে আরও সক্রিয় থাকবেন এবং সমাজের উন্নতির জন্য কাজ করবেন।
ভারসোভা বিধানসভার নবনির্বাচিত বিধায়ক হারুন রশিদ খান মারকাজুল মাআরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (MMERC)-এর শিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “যখন আল্লাহ ভালো চান, তখন কেউ ক্ষতি করতে পারে না।” মাদ্রাসা এবং মুসলিমদের সম্পর্কে প্রচারিত ভুল ধারণা সম্পর্কে তিনি বলেন, MMERC সেই ভুল ধারণা দূর করতে একটি আশার আলো। এখানে মাদ্রাসার শিক্ষার্থীদের ইংরেজি মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়।
MMERC-এর অবকাঠামো এবং মসজিদ প্রাঙ্গণের জমি সংক্রান্ত সমস্যার বিষয়ে হারুন রশিদ খান পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “আপনাদের ভাই হিসেবে আমি যথাসাধ্য চেষ্টা করব এবং সব ধরনের সহায়তা করব।”
অনুষ্ঠানের শেষে MMERC-এর পরিচালক এবং ইস্টার্ন ক্রিসেন্ট (EC)-এর সম্পাদক মাওলানা মুহাম্মদ বুরহানউদ্দিন কাসমি ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর মসজিদ মারকাজুল মাআরিফের ইমাম মাওলানা শাহিদ খান কাসমি দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, MMERC-এর ছাত্র, শিক্ষক এবং কর্মীরা উপস্থিত ছিলেন।