ইংরেজি মাধ্যমে মারকাজ অনলাইন মাদ্রাসার উদ্বোধন এবং দু’দিন ব্যাপী জাতীয় সেমিনারের আয়োজন
প্রেস রিলিজ, দেওবন্দ: মুম্বাইয়ের মার্কজুল মাআরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার দেওবন্দের মাহমুদ হলে প্রবীণদের হাতে “মারকাজ অনলাইন মাদ্রাসা” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এই উপলক্ষে দু’দিন ব্যাপী জাতীয় সেমিনারেরও আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক আলেম ও বুদ্ধিজীবী অংশগ্রহণ করেন। প্রবন্ধকাররা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সেমিনারের অংশগ্রহণকারীদের সামনে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারে ইংরেজি মাধ্যমে অনলাইন মাদ্রাসার পাঠ্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পাঠ্যক্রম চূড়ান্ত রূপ দেওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।
উল্লেখ্য, মার্কজুল মাআরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ভিত্তি ১৯৯৪ সালে প্রখ্যাত আলেম হজরত মাওলানা বদরুদ্দিন আজমল কাসেমি স্থাপন করেছিলেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল মাদ্রাসা থেকে পাসকৃত শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সাহিত্য এবং কম্পিউটারের শিক্ষা প্রদান করা, যাতে তারা ইংরেজিতে দাওয়াত ও দ্বীন রক্ষায় সক্ষম হতে পারে। প্রতিষ্ঠানটির দুই বছরের কোর্স তার উদ্দেশ্যে অসাধারণ সফলতা অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরাই ত্রিশ বছর পর “মারকাজ অনলাইন মাদ্রাসা” নামে একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প নিয়ে এসেছে।
মার্কজুল মাআরিফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ডাইরেক্টর মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দিন কাসেমি জানান যে, এই পাঁচ বছরের কোর্সটি মাদ্রাসার রীতিতে শরীয়তের নির্ভরযোগ্য শিক্ষার অন্তর্ভুক্ত, এর পাঠ্যক্রম ও শিক্ষাদানের ভাষা ইংরেজি। এই কোর্সে ইংরেজি ভাষায় দক্ষ ১৫ বছরের ঊর্ধ্বে এমন ব্যক্তিরা, যারা কোনো কারণে বা তাদের ব্যস্ততার জন্য মাদ্রাসায় যেতে পারেন না, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অংশ নিতে পারবেন এবং বাসায় বসেই আলেম হওয়ার কোর্স সম্পন্ন করতে পারবেন। এই কোর্সের একমাত্র উদ্দেশ্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সকল শ্রেণির মানুষের কাছে নির্ভরযোগ্য ইসলামী শিক্ষা পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হজরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী, ও মার্কজুল মাআরিফের প্রতিষ্ঠাতা ও দারুল উলূম দেওবন্দের শূরার সদস্য হজরত মাওলানা বদরুদ্দিন আজমল কাসেমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উভয়ে মারকাজ অনলাইন মাদ্রাসার ওয়েবসাইটে ক্লিক করে আনুষ্ঠানিকভাবে এই ইংরেজি মাধ্যম মাদ্রাসার উদ্বোধন করেন। www.markazonlinemadrasa.com
অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন দারুল উলূম দেওবন্দের শূরার সদস্য হজরত মাওলানা রহমতুল্লাহ কাশ্মিরি, হাদিসের অধ্যাপক ও সহ-মুহতামিম দারুল উলূম দেওবন্দ হজরত মাওলানা আব্দুল খালেক মাদরাসি, ও হজরত মাওলানা মুফতি রাশিদ আজমী, জামিয়াতুস শায়খ হুসেন আহমদ আল-মাদানি দেওবন্দে এর প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদিস হজরত মাওলানা মুজাম্মিল আলী আসামী, দারুল উলূম দেওবন্দের হাদিসের অধ্যাপক ও সর্বভারতীয় মাদ্রাসা সমন্বয় কমিটির পরিচালক হজরত মাওলানা শওকত আলী বস্তবি, দারুল উলূম দেওবন্দের হাদিসের অধ্যাপক ও জমিয়ত উলামায়ে হিন্দের সহ-সভাপতি হজরত মাওলানা সালমান নকশবন্দি, এবং দারুল উলূম দেওবন্দের শূরার সদস্য হজরত মাওলানা হাসান মাহমুদ রাজস্থানি। তারা তাদের বক্তব্যে মারকাজের এই আধুনিক শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং এর সাফল্যের জন্য দোয়া করেন।
It’s the best time to make some plans for the longer term and it is time to be happy. I’ve read this put up and if I may I want to recommend you few attention-grabbing things or suggestions. Perhaps you could write next articles relating to this article. I want to read even more things approximately it!
There is visibly a lot to know about this. I suppose you made some nice points in features also.
I believe you have noted some very interesting points, thankyou for the post.